Thursday, December 26, 2024

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
‘সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এই শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিকেলে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম প্রমূখ। আলোচনা সভা শেষে অবহেলিত ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here