Friday, September 20, 2024

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী পালন

  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ই আগস্ট( রোববার)  দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে  আলোচনা সভা ,দোয়া ও সেলাই মেশিন বিতরণ এবং দুঃস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোঃ মাহাবুর রহমান, জেলা এনএসআইয়ের উপপরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানে এড, ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজমীর হোসেন,  জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গমাতাসহ তার পরিবারের সবার জন্য দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা অনুষ্ঠানের পর  জেলার ৩৫ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৩০ জন নারীর প্রত্যেকের মোবাইলে মন্ত্রণালয় থেকে নগদ ২ হাজার করে টাকা প্রদান  করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here