স্বপ্ন জয়ের সারথি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এঁর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ। ৮ই আগষ্ট বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গনেষ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তানিয়া সুলতানা কংকন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড, শফিকুল আজম মামুন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার, মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এড, সফিকুল আজম মামুন, এড,রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এড, উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি , সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, প্রমুখ। এ সময় জেলা ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কাজের অনুপ্রেরণা ও শক্তির উৎস । বঙ্গ মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এঁর কাছেই মানুষের মত মানুষ হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ মুজিব অধিকাংশ সময় জেলখানায় ছিলেন কিন্তু তার আদর্শেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সন্তানেরা গড়ে উঠেছে।
আলোচনা অনুষ্ঠানের পর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এঁর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এ উপলক্ষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।