উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুঃস্থ অসহায়, বিধবা নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আহমেদ তিথি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, সাংবাদিক মাসুদ রেজা শিশির, নারী উদ্দ্যোক্তা স্বপ্না পারভীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম। আলোচনা সভা শেষে ৮ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।