নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কামাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় রাজু (২০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফির ছিলেন কৃষক কামাল ও তার চাচাতো ভাই রাজু। পাশেই চন্দনা নদীর পাড়ে এলে হঠাৎ বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ভাই রাজু আহত হন ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন । ‘