Sunday, January 5, 2025

বধিরদের মাঝে সেলাইমেশিন বিতরণ

অধিকার বঞ্চিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুল ধারায় আনতে এবি,এম গোলাম মোস্তফা,আফাত আরা পারভীন ফাউন্ডেশনের মাধ্যমে  ১৪ই অক্টোবর (বৃহস্পতিবার)  বিকেলে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা রাজবাড়ী জেলা শাখার বধিরদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়। এ সময় পাঁচ জনকে সেলাইমেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাকসুরা মোস্তফা চয়ন,শাহনাজ পারভেজ মো কামাল হোসেন, এবং বধির সংস্থার সভাপতি এবি এম আলমগীর মিয়া সহসভাপতি খায়রুল হাসান মিন্টু।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here