Monday, December 23, 2024

বন্যার পানিতে প্লাবিত ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলা নিয়ে সংশয়

সম্প্রতি করোনা ভাইরাস(কোভিড-১৯)আক্রান্ত হার কমে আসায় সরকার আগামী ১২ ই সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন।এতে আনন্দে দিশেহারা হয়ে পড়ে শিক্ষক, ছাত্র- ছাত্রীসহ অভিভাবকগন। কিন্তু এই আনন্দ মলিন হয়ে গেছে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার বন্যায় প্লাবিত নিন্ম অঞ্চলের শিক্ষার্থীরা।

রাজবাড়ী জেলায় প্রতিদিন পদ্মার পানি বাড়ছে এরফলে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা মোট ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে।এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৫ টি ,পাংশা উপজেলায় ৩ টি, গোয়ালন্দ উপজেলায় ১১টি, কালুখালি উপজেলায় ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে বিদ্যালয়গুলো খোলা নিয়ে সংশয় রয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান, বন্যার পানিতে নিম্নাঞ্চলের ২৪ টি বিদ্যালয় প্লাবিত হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমাকে প্রতিবেদন সম্পন্ন করে পাঠাতে বলেছে।

২৪টি সঃপ্রাঃবিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here