বরং ভালবাসি
আমি নাকি প্রেমে পড়েছি
অথবা প্রেম আমার উপরে,
সে যাই হোক ওপাড়ার
অনিমেষ দা আমাকে
বলেছিল
আজকাল প্রেমের
কবিতাগুলো বেশি লিখছো!
সেদিনও হতবাক হয়ে
নিরোত্তরে ফিরে
তাকিয়ে ছিলাম
বিশাল ওই আকাশসমে
মৃদ হেসে নিজেকে
সংবরণ করেছিলাম
আর ওই নীলাম্বরকে
বলেছিলাম
আমি কখনো প্রেমে পড়ি না!!
প্রেম তো অলিতে গলিতে
হয় রাস্তার মোড়ে
অথবা নির্জন কুঠিরে!
ক্ষনিক ভাললাগা
আর আবেশে অনাবেশে।
ধরাতে ছোঁয়াতে,পলকে অলখে।
তাই আর আমার
প্রেমে পরা হয় না।
হবেও না কখনো।
কালের কন্ঠে অথবা
যুগান্তরের পাতায়
বড় বড় অক্ষরে ছাপানো
প্রেমে পড়ার গল্প অথবা
কারো কানাকানিতে
আমার যায় আসে না।
কিন্তু
ভোরের প্রথম আলোর
নিরেট স্বচ্ছতার এক
অমিয় বারতা
আমি ভালবাসি।
বারবারই
তাদেরকে ভালবাসি
যারা মনের প্রিয়তাকে
লালন করতে জানে।
সংকীর্নতার বেড়াজাল
ভেদ করে
একাগ্রচিত্তে সমমিতা হয়
একে অপরকে
বুঝতে চেষ্টা করে।
সেখানে ক্ষনিক মোহ
থাকে না।
একটি ফুল হাতে
যে মানুষটি
আমাকে বলে
আমি তোমাকে ভালবাসি!
অথবা ওই রাজ্যের অর্থ
বিত্ত কিংবা প্রাসাদ পুরে
প্রলোভনে
যে আমাকে জড়াতে চায় তার
ছিটেফোঁটা কালির আঁচড়
আমার উপর পড়ে না।
কারণ
ভালবাসা এতটা উদ্বায়ী
নয় যে নিমিষেই খুচরো
পয়সার মত সস্তা বাজারে
বিকিয়ে যাবে।
ভালবাসা কখনো
অলি গলি খোঁজে না।
তাই সংকীর্ণচিত্তের
মানুষগুলো কখনো
আমার বন্ধু হয় না
যতই বন্ধনের জালে
আটকে থাকুক।
বন্ধু তো সেই হয় যে
আমার ভুল গুলো
শুধরে দিয়ে
আমাকে বুঝতে চেষ্টা করে।
আর ওই পুষ্পরাজির
সৌন্দর্য অবগাহন করে
আমাকে বলে শুভ্রতার
অনন্য ফুলের সুরভিত
সুবাসের মত তুমিও
স্বচ্ছতা লালন করো।
ভালবাসো প্রকৃতির
অমোঘ লীলাভূমিকে।
এই ভালবাসায় আমার
কোন অপারগতা নেই।
তাই আর আমার
প্রেমে পরা হয় না।
বরং
বারবারই আমি ভালবাসি
আর আমৃত্যু ভালবেসে যাব !!