Sunday, December 22, 2024

বহরপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্বোধন

মোঃ আমিরুল হক: রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্বোধন করা হয়েছে।

(৩০ সেপ্টেম্বর ) শুক্রবার বিকালে এলাকাবাসীর উদ্দোগে ক্রীড়াঙ্গনে যুবসমাজ এই মূলমত্রকে সামনে রেখে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্বোধন করা হয়েছে।
সমাজকর্মী খন্দকার হেলাল এর সভাপতিত্বে আবু রাসেদ আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, গোলাম মোর্শেদ চাঁদু, সাদ্দাম বিশ্বাস প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন প্রধান অতিথি। সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আহাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সনি মল্লিক, ক্রীড়া সম্পাদক মোঃ সজল আনসারী সহ ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটি করা হয়।

প্রধান অতিথির বক্তব‍্যে হারুন অর রশিদ বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠন আজ যে ধারায় তৈরী হলো এটা ধরে রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের সদিচ্ছার উপর নির্ভর করবে। আমি আশা করবো আপনাদের হাত ধরে এই এলাকার যুবসমাজ ক্রীড়াঙ্গনে অগ্রসর হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here