Wednesday, January 22, 2025

বর্তমান সরকার শতভাগ তথ্য অধিকার নিশ্চিত করেছে- তথ্য কমিশনার মরতুজা আহমদ

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সরকার একশতভাগ তথ্য অধিকার নিশ্চিত করেছে, সেই সাথে জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌছে দিয়েছে।

৯৯৯-এ কল দিয়ে দেশের যেকোন যায়গা থেকে সহায়তা পাচ্ছে জনগণ। রাজবাড়ীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে যেকোন মানুষ তথ্য সেবা পাচ্ছেন বলে জানান তিনি।

রোববার সকালে বাংলাদেশ তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।

রোববার সকালে বাংলাদেশ তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে জেলা জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃমাহাবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানে এড. ইমদাদুল হক বিশ্বাস, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান,সাবেক জেলা মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডার আবুল হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক প্রমূখ। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here