Sunday, April 13, 2025

বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

১১ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তারা বলেন: অমুসলিমরা বিশ্ব থেকে মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নীল নকশা তৈরি করেছে সেটা শুরু করেছে ফিলিস্তিনের গাজা থেকে, তারা এ হামলায় সফল হতে পারলে আস্তে আস্তে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে,
তাই পুরা বিশ্বের মুসলিম রাষ্ট্রের উচিত ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ তৈরি করে তাদের বিরুদ্ধে একসাথে অ্যাকশনে যাওয়া।
মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো,ইসরাইল ও তাদের দোসরদের পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ি জেলা শাখার সভাপতি তার বক্তব্যে প্রধান উপদেষ্টা কে লক্ষ্য করে বলেন,আপনারা এক মহা বিপ্লবের সরকার।আপনাদের উচিত রাষ্ট্রীয়ভাবে ইসরাইল ও তাদের দোসরদের সকল পণ্যের লাইসেন্স বাতিল করে তাদের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা। যাতে তারা লভ্যাংশের টাকা দিয়ে আমাদের মুসলিম ফিলিস্তিন ভাই বোন ও শিশুদের উপর হামলা করতে না পারে ।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয়।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here