Sunday, November 17, 2024

বহরপুরে হেল্পলাইন গ্রুপের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে বহরপুর হেল্পলাইন অনলাইন গ্রুপের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জেলার বলিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে বহরপুর হেলপ্লাইন অনলাইন গ্রুপের অস্থায়ী কার্যালয় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন সহ তাঁদের জীবন সংক্রান্ত আলোচনা করেন। আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা কালে রাজবাড়ী জেলা আওয়ামী যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরপুর হেল্পলাইন অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি রোমানা কবির বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামে এই স্বাধীন রাষ্ট্র তৈরি হতো না। স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। সেদিন বিপথগামী সেনা সদস্যদের হাত থেকে রক্ষা পায়নি মাত্র ছয় বছর বয়সের শেখ রাসেল। আজ আমরা তাঁদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন সহ দোয়া করছি। যেন মহান আল্লাহ তায়ালা ১৫ ই আগস্টের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
এ সময় বহরপুর আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, মহিলা পরিষদ, বহরপুর হেল্পলাইন অনলাইন গ্রুপের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইদ্রিস আলী।

এছাড়াও বহরপুর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here