রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফুটবল মাঠে নির্বাচনী আলোচনা সভা দলিল উদ্দিন শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন, বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৮ নভেম্বর নির্বাচন অবাধ, সুষ্টু করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ইউনিয়নের সব শ্রেণী পেশার মানুষ এবারের ভোটের দিনে উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। প্রশাসন আপনাদের নির্বাচন নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে কাজ করবে বলে আশা রাখি।