Friday, December 27, 2024

বাগেরহাটে গাঁজা ও ইয়াবাহসহ ২ জনকে আটক করেছে পুলিশ

বাগেরহাটের কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার কামারগাতি গ্রামের মৃত শাহাজামাল ফকিরের ছেলে মো.মোকাররম হোসেন(৩৮) ও চরফুলতলা গ্রামের মৃত আঃ জব্বার হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (২৬)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার কামারগাতি এলাকা থেকে ২০ (বিশ) পিচ ইয়াবাসহ মো.মোকাররম হোসেনকে আটক করা হয়। এছাড়া ফুলতলা বাজার এলাকা থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ হাওলাদারকে আটক করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার কামারগাতি ও ফুলতলা এলাকা থেকে দুজনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মুলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here