Thursday, January 23, 2025

জেলের জালে ৩৫ কেজি ওজনের বাঘাড় মাছ

  • গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে সাইদ হালদার নামে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়েছে।

জেলে সাইদ হালদার জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর কর্নেশন এলাকায় গতকাল সোমবার রাতে আমি ও আমার সহযোগীরা মাছ ধরতে যাই। সারারাত বসে থাকার পর মঙ্গলবার সকালের দিকে জালে জোরে একটা টান অনুভব করি। এ সময় বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বিশাল আকৃতির একটি বাঘাড় মাছ দেখতে পাই।

পরে মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশনের মৎস্য আড়তে যাই। সেখানে ৫ নম্বর ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মালিক মোঃ সোহেল মোল্লার কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here