Friday, December 27, 2024

বাচ্চা হওয়ার কথা বলে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণ -কবিরাজ কারাগারে 

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় সন্তান গর্ভধারণের চিকিৎসার নামে এক গৃহবধূকে (২০) দফায় দফায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে স্থানীয় কবিরাজ আব্দুল কুদ্দুস শেখকে (৬০) এর বিরুদ্ধে। ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।  পরে আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ী থানার  ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত বুধবার রাতে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় অভিযুক্ত কবিরাজ আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করা হয় হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলেও জানান তিনি ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here