Tuesday, January 21, 2025

বাজার বণিক সমিতি ও মাংস ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

এস,এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে বাজার বণিক সমিতি ও মাংস ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮ মার্চ) বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি থানা প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর সহ বিভিন্ন বাজার বণিক সমিতির সভাপতি, সম্পাদক প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, বাজারে পাহাড়ার ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, রাত ১০টার পর দোকান বন্ধ রাখা, মাংস ব্যবসায়ীদের গরু জবাইয়ের পূর্বে ফরম পুরণ করে পুলিশের হোয়ার্টঅ্যাপ নম্বরে ছবি তুলে প্রেরণ করতে হবে। পুলিশ সব বিষয় নিয়ে নজর রাখবেন। কোন অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here