Wednesday, January 22, 2025

বাবলু মওলার অধর চুঁইয়ে শিশিরের ঘ্রান কবিতা বইয়ের মোড়ক উন্মোচন।

নেহাল আহমেদ, রাজবাড়ীঃ  কবি বাবলু মওলার তৃতীয় কাব্যগ্রন্থ ‘তোমার কাছে অধর চুইঁয়ে পড় শিশিরের ঘ্রান মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০ মার্চ (সোমবার) রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে।

অনুষ্ঠানে বক্তারা গ্রন্থটি’র সময়োপযোগী।কাব্য ভাবনায় কবি যে প্রেমের ঘটনা উল্লেখ করেছেন, সেটি তাঁর ব্যক্তিজীবনসম্পৃক্ত। তাঁর বইতে মানুষের জীবনে না-বলা প্রেমের যে বেদনা, তা উঠে এসেছে নিপুণভাবে। এমন মানুষ নেই, যার জীবনে এ রকম ঘটনা আসেনি। একজন লেখক তখনই সার্থক হন, যখন তিনি মানুষের জীবনের প্রতিচ্ছবি তাঁর লেখনীতে তুলে আনতে পারেন।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাম তাসির, সৈয়দ সিদ্দিকুর রহমান,পার্থ মজুমদার, হালিম বিশ্বাস, লিয়াকত নাজির, খোকন মাহমুদ,আব্দুল জব্বার, নেহাল আহমেদ প্রমুখ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here