Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইমদাদুল হক রানা : আন্তর্জাতিক নারী দিবস ( পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্‌যাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্‌যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্‌যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক অধিকার সামাজিক মর্যাদা বেশি গুরুত্ব পায়।

” সবার সাথে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এই প্রতিপাদ‍্য নিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস / নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতনে প্রতিরোধ পক্ষ পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নারী নির্যাতনে প্রতিরোধ দিবসের বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরা অংশগ্রহণ করে।
পরে বালিয়াকান্দি উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস, আই পল্লব প্রমূখ।

বক্তাগণ বলেন, সমাজে আজ নারী ও শিশু নির্যাতন এমনভাবে বেড়েছে যা কাটিয়ে উঠা অসম্ভব হয়ে পড়েছে। আদালতগুলোতে দেখা যায় নারী নির্যাতন মামলার জট হয়ে গেছে। দশটি মামলা নিস্পত্তি হলে ত্রিশটি মামলা নতুন করে রজু হয়। নারী নির্যাতন এখন একটি সামাজিক ব‍্যাধীতে পরিনত হয়েছে। এই বিষয় থেকে বেড়িয়ে আসতে হলে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here