Monday, December 23, 2024

বালিয়াকান্দিতে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

এস এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউপি আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের কর্মীসভার আয়োজন করা হয়। বালিয়াকান্দি উপজেলা আ.লীগের সদস্য মো. ইদ্রিস আলী ফকির এর সঞ্চালনায় ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সামসুল আলম(মন্টুর) সভাপতিত্বে সমাবেশে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হান্নান মোল্লা, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ আ.লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।

কর্মীসভায় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here