Monday, November 18, 2024

বালিয়াকান্দিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মুজিবনগর দিবস সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রানবন্ধু কুমার বিশ্বাস প্রমূখ।

এসময় উপজেলার অন‍্যান‍্য সরকারি দপ্তরের কর্মকর্ত, কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ স্বাধীনতা কালীন অস্থায়ী মুজিবনগর সরকারের কার্যক্রমের উপর ঐতিহাসিক বক্তব‍্য রাখেন। আজকের প্রজন্ম থেকে আগামীর প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে তা আগ্রহের সাথে জ্ঞান অর্জনের জন‍্য তাগিদ দেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলো। সেই দিনের স্বাধীন বাংলার অস্থায়ী রাজধানী মুজিবনগর ও সেই সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ সহ ৪ নেতাকে স্মরণ ও তৎকালীন অস্থায়ী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here