এস এম রাহাত হোসেন ফারুকঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিল্ডিং এর কেসিগেট ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি ও নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন বাহিরচর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মৃত শুসান্ত সরকারের ছেলে লিটন সরকার এর বাড়ীতে বিল্ডিং এর কেসি গেট ভেঙ্গে ডাকাতির ঘটনা ঘটে।
লিটন সরকার বলেন,গতকাল (১০ মার্চ) রবিবার সকাল ১০ ঘটিকার সময় বাড়ীর সবাই সকালের নাস্তা খাওয়ার পর সবাই ঘুম ঘুম অনুভব করেন। তাদের ধারণা খাবারের কোন জিনিসের মধ্যে চেতনা নাশক কিছু মেশানো হয়েছে।
আশপাশের লোকজনের পরামর্শে বাড়ীর লোকজন তেতুলের টক সেবন করে। রাত অনুমান ১২.৩০ ঘটিকা হইতে রাত অনুমান ২ ঘটিকা পর্যন্ত অজ্ঞাত নামা ৭/৮ জন ডাকাত দুইজন থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত বাকিরা সবাই লুঙ্গি পরা। একতলা বিল্ডিং এর কেচি গেট গ্রিল ভাঙ্গিয়া প্রবেশ করে প্রথমে আমি লিটন সরকার কক্ষের দরজার ছিটকিনির লগ ভেঙ্গে ঘরে প্রবেশ করিয়া লিটন সরকারের হাতমুখ বেঁধে ফেলে। প্রত্যেকের হাতে ডেগার, ছুরি, চাকু, রামদা, দা, ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৪০,০০০/-টাকা তিনটি স্বর্ণের চেইন, পাঁচ জোড়া কানের দুল, তিনটি আংটি ও তিনটি মোবাইল নিয়ে যায়। আমাদের চিৎকারে আসে পাসের লোকজন এসে আমাদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়।
এ বিষয়ে এস,আই রাজিবুল ইসলাম বলেন তদন্ত চলছে,ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন।