Friday, December 27, 2024

বালিয়াকান্দিতে জামায়াত – বিএনপি’র নৈরাজ‍্যের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

মোঃ ইমদাদুল হক রানাঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্দেশ্যে সকালে জামায়াত – বিএনপি’র দেশব‍্যাপী নৈরাজ‍্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্দেশ্যে উপজেলা কার্যালয়ের সামনে দেশব‍্যাপী জামায়াত – বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।

এ বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, মোঃ হারুন অর রশিদ হারুন, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক খান, মোঃ আজিজ ইকবাল, কল্লোল কুমার বসু, আহমদ আলী মাস্টার প্রমূখ।

এসময় উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দরভাবে দেশ পরিচালনায় ইস্মানিত হয়ে জামায়াত – বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মানুষ আজ আর তাদেরকে চায় না। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে জামায়াত – বিএনপি দেশকে বিপদগামী করার পাঁয়তারা করছে। আওয়ামী লীখ কখনোই দেশকে বিপথে নিতে দিবে না। সাধারণ মানূষ আজ আওয়ামী লীগের পক্ষে আছে। সামনে জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। দেশের মানূষ আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। এনিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here