Tuesday, January 21, 2025

বালিয়াকান্দিতে ড্রাম ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বালিয়াকান্দি সংবাদদাতাঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ড্রাম ট্রাক চাপায় আব্দুল মাজেদ মোল্যা (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দেড় টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর ৩ রাস্তার মোড়ে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় বাসিন্ধা সাইফুল ইসলাম তুরান বলেন, নারুয়া বাজারের লেপ-তোষক ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্যা বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ছেলে মামুনের দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড়ে দ্রুত গতির ইটভাটার একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। মারা যাওয়ায় লাশ বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে ।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বাড়ীতেই নিহতের লাশ রয়েছে ,সেখানে সুরতহাল করা হবে। তবে নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ করবেনা বলে জানিয়েছে পরিবারের স্বজনেরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here