Thursday, December 26, 2024

বালিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার -১

মোঃ আমিরুল হক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে একাধিক মামলার আসামী গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত সুফল বিশ্বাস ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।

থানাসূত্রে জানা যায়, গত শনিবার (২০ মে) রাতে চাঁদাবাজী মামলায় সন্ত্রাসী সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম এএসআই টিটুল হোসাইন সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের সমাধিনগর এলাকা থেকে দেশীয় তৈরী ওয়ান সুটার গান, দুইটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামী সুফল বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here