Sunday, January 26, 2025

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাহাত শেখ ওরফে হুজাইফা নামে সাড়ে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের শিমুল শেখের ছেলে।
শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ীর পাশে ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে তার বাই সাইকেল নিয়ে খেলা করতে করতে পাশের ডোবায় পড়ে যায়। তাকে না দেখতে পেয়ে খোঁজাখুজির পর পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আফরোজা বেগম বলেন, ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here