Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১২০ জন

মোঃ ইমদাদুল হক রানা : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীনদের উপহারের ঘর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ‍্যে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু কায়সার খাঁন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান এ,কে,এম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নারুয়া ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলামসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ।

বালিয়াকান্দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দেওয়া ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অসহায় সদস‍্যদের হাতে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন। ঘর পেয়ে গৃহহীন মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here