ইমদাদুল হক রানা : “স্মার্ট লাইভস্টক স্মার্ট” বাংলাদেশ এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী, উদ্ধোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ও এলডিডিপির সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অজয় হালদার, পুলিশ পরিদর্শক তদন্ত প্রান বন্ধু, পিআইও নাসরিন সুলতানা, প্রানী সম্প্রসারন অফিসার আব্দুল মাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলার খামারিরা তাদের বিভিন্ন ধরনের পশু -প্রানী নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহন করেন ।