Saturday, December 21, 2024

বালিয়াকান্দিতে ব্যাবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বালিয়াকান্দি প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুন হোসেন নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত মামুন হোসেন বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের আঃ মান্নানের ছেলে।
জানাগেছে, মামুন হোসেন পিঁয়াজের ব্যাবসা করেন। শনিবার সকাল সারে ৯ টার দিকে ৩ লাখ টাকা নিয়ে বাড়ী থেকে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে বড় হিজলী বাজারে আসেন । এ সময় আগে থেকে ওতপেতে থাকা কয়েকজন ধারালো দা, লোহার রড, হকিস্টিক ,বাঁশ দিয়ে মামুনের উপর অতর্কিত হামলা চালায় ।

পরে মামুনের চিৎকারে স্থানীয়দের সহায়তায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ৯টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল হাঁসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ সিকদার ।

মামুনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ফরিদপুরে নিয়ে আসা হয়েছে। তার মাথায় ৯টি সেলাই করা হয়েছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় ৬ জনের নাম উল্লেখ করে ৪/৫ জন অজ্ঞাত আসামী দিয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here