Wednesday, January 22, 2025

বা‌লিয়াকা‌ন্দি‌তে ভোট দি‌তে এসে স্টোক ক‌রে ১জনের মৃত্যু

‌বালিয়াকান্দি প্রতি‌নি‌ধিঃ রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দি‌র নবাবপু‌রে বড়ই চারা সরকারী প্রাথম‌কি বিদ‌্যালয় ভোট দি‌তে ভোট দি‌তে এসে স্টোক ক‌রে ইউসুফ মন্ডল (৬২) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকাল ১০টার দি‌কে এ দূর্ঘটনা ঘ‌টে। নিহত ইউসুফ মন্ডল নবাবপু‌রের চরদ‌ক্ষিণ বাড়ীর হানু মন্ড‌লের ছে‌লে।

ভোট কে‌ন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান ব‌লেন, ভোট দিতে এসে হঠাৎ ভো‌টের মা‌ঠে অসুস্থ হ‌য়ে প‌ড়ে ইউসুফ মন্ডল। প‌রে স্থানীয়রা তা‌কে বাড়ী‌তে নি‌য়ে যায়। শু‌নে‌ছেন মারা গে‌ছে।
জানা‌গে‌ছে, এই কে‌ন্দ্রে ভোটার র‌য়ে‌ছে ৩ হাজার ৪৯০ জন।

রিয়াদ হোসেন রুবেল

বালিয়াকান্দি প্রতি‌নি‌ধি

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here