Monday, January 27, 2025

বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

 এস,এম রাহাত হোসেন ফারুক:  রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে আাওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে ২১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক সহ বেশ কয়েকটি স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর থানা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে বালিয়াকান্দি থানা অফিসার ইর্নচাজ মোঃ আলমগীর হোসেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আবুল কালাম আজাদ। সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,বালিয়াকান্দি থানা অফিসার ইর্নচাজ মোঃ আলমগীর হোসেন, কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।পরে মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here