স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগর চত্বর উদ্ধোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে বালিয়াকান্দি ওবদার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাগরের নামে শহীদ সাগর চত্বর উদ্ধোধন করেন। এরপর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সুধীজনের সাথে মতবিনিময় করেন ।
এসময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা মো: প্রশাসক ইমরুল হাসান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী করমকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেল সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুবায়ের আহম্মেদ প্রিন্স, শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজবাড়ী সার্কিট হাউজে এলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্কিট হাউজের নবনির্মিত গেইট উদ্বোধন করেন এরপর রাজবাড়ী পৌর সিটি সেন্টার মার্কেটের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন ঢাকা বিভাগীয় কমিশনার । ‘