মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২২ – ২৩ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএহ) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ফারমার্স ক্লাইমেট স্মার্ট স্কুলে ৫ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রশিক্ষণ অনষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান ঠস্থাপন প্রকল্পের ২০২২-২৩ অর্থ বছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএহ) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ফারমার্স ক্লাইমেট স্মার্ট স্কুলে ৫ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম জানান, ৫ দিনের প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে আম, মাল্টা, লেবু ও জলপাই’র চারাসহ বিভিন্ন গাছের চারার পরিচর্যা করার নিয়ম কানুন বুঝে যাবেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে প্রতিটি গ্রুপে মোট ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করতে পারবেন। প্রান্তিক পর্যায়ে ফসলের চাষ করে ফলন বৃদ্ধিসহ কিভাবে লাভবান হওয়া যায় সেই কৌশল বা আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৬০ জন করে কৃষক/ কৃষাণী অংশ গ্রহণ করেন।