Monday, December 23, 2024

বালিয়াকান্দি ইসলামপুরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ইমদাদুল হক রানা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরের বাওনাড়া বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও খন্দকার আতাউর রহমান মুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বসির আহমেদ মিনু, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডল প্রমূখ।

প্রথম অধিবেশন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে তারই সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ফারুক মন্ডল। সম্মেলনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আগামীর নেতা নির্ধারণে সভাপতি পদে তিন জনের নাম আসে এর থেকে মোঃ নিউটন মোল্লা কণ্ঠ ভোটে এগিয়ে যান। সাধারণ সম্পাদক পদে দুই নামের মধ‍্যে মোঃ মাহবুবুর রহমান মুকুল এগিয়ে। সাংগঠনিক পদে তিন নামের মধ‍্যে গাজী সালাউদ্দিন কণ্ঠ ভোটে এগিয়ে রয়েছে। এসময় আগামী ২০ মার্চ বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে রাজধানী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস‍্য মোঃ জিল্লুল হাকিমের জনসভা সাফল‍্য মন্ডিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here