Wednesday, January 22, 2025

বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের বিজয়

এস,এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধন ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন।

মোটরসাইকেল প্রতীকের এহসানুল হাকিম সাধনের নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ৪ বারের নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৩ বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪৮০ ভোট, তার নিকটতম প্রার্থী সনজিত রায় (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৪৩৮ ভোট, মতিয়ার রহমান (টিওবয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৮৩ ভোট, আবুল কালাম আজাদ ( মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ১৯৩ ভোট, মো: আবুল কালাম আজাদ ( টিয়া পাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬১২ ভোট, মো: বদিউজ্জামান মোল্লা ( উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক খোদেজা বেগম (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৮৬ ভোট, কোহিনূর সেলিম (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪১৪ ভোট, মৌসুমী আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১৬০ ভোট।

বালিয়াকান্দি উপজেলায় ৬৯ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লক্ষ ৮১ হাজার ৮৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮৪ হাজার ৩৬০ ভোট, বাতিলকৃত ভোট পরেছে ১৩শ ৬৭ টি, প্রদত্ত ভোট পরেছে ৮৫ হাজার ৭২৪ টি । ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮২ হাজার ১৯৭ ভোট। বাতিলকৃত ভোট পরেছে ৩৫শ ৬০ টি। প্রদত্ত মোট ভোট ৮৫ হাজার ৭৫৭ টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮১ হাজার ৪৪০ ভোট। বাতিলকৃত ভোট পরেছে ৪২’শ ৫৫ টি। প্রদত্ত মোট ভোট ৮৫ হাজার ৬৯৭ টি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বেসরকারিভাবে উপজেলা পরিষদ হল রুমে এ ফলাফল ঘোষণা করেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here