নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ দুই জন কে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেতারকৃতরা হলেন, বালিয়াকান্দি জামালপুরের আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে নাসিরুল্লা বিশ্বাস (৪৫) ও মান্নান মল্লিকের ছেলে মোঃ হৃদয় মল্লিক (২৫) ।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব ৩ মে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানান, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩মে সারে ৪তার সময় বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামস্থ বাবু চেয়ারম্যান এর বাড়ীর সামেন পাকা রাস্তার উপর থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। ধৃত আসামী নাসিরুল্লা বিশ্বাস এর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় ০২টি মাদক মামলা ও ১ টি চুরি মামলা রহিয়াছে। ‘