Tuesday, December 24, 2024

বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনঃ সভাপতি সনজিৎ দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা

মোঃ ইমদাদুল হক রানা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সনজিৎ কুমার দাস ও সাধারণ সম্পাদক সোহেল রানা পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে সভাপতি সনজিৎ কুমার দাস, সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, মোঃ মোকারম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, নুর আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম, সদস্য কামরুজ্জামান কামরুল, হাফিজুর রহমান, রিয়াদ হোসেন, জাকির পাটোয়ারী, জয়নাল আবেদীন। এ কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

সদ‍্য নির্বাচিত সভাপতি সনজিৎ কুমার সাস ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আজ যাঁরা আমাদেরকে নির্বাচিত করে দায়িত্ব অর্পণ করলেন, আমরা সকলকে সাথে নিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব। সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি করা এসব বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here