Wednesday, December 25, 2024

বালিয়াকান্দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

বালিয়াকান্দি সংবাদদাতা; রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াত জোট কর্তৃক সম্প্রতি সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

(৪ জুন) শনিবার ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বালিয়াকান্দি কলেজ মাঠ থেকেএকটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাজারের চৌরাঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, একেএম ফরিদ হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন সাংগঠনিক সম্পাদক ফারুন হোসেন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু প্রমুখ।

এসময় ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here