Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • “ কমিউনিটি পুলিশের অবদান সামাজিক সমস্যার সমাধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ্একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, ইউপি সদস্য নিভাস মজুমদার, গোলাম রসুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য।

বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও বিকাশ প্রতারক চক্র, আইপিএল জুয়া, মাদক, বাল্য বিবাহ, আত্নহত্যা ও জমি নিয়ে বিরোধ ব্যাপক ভাবে রয়েছে। এটি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোড়দারের মাধ্যমে নির্মূল করা সম্ভব। এ কারণে আপনাদের পাশে থাকা অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে অপরাধ নির্মুল করতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here