Friday, December 27, 2024

বালিয়াকান্দিতে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তরুনীর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

 উত্যক্ত ও কু-প্রস্তাবে রাজী না হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে এক তরুনী (১৭) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুনী শনিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ওই তরুনী (১৭) জানায়, সে নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটে পড়ালেখাকালীন সময়ে পজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের মোকলেছ খানের ছেলে রিপন খান (২০) উত্যক্ত করতো ও কু-প্রস্তাব দিতো। বিষয়টি অভিভাবকদের জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাত ৯টার সময় শোবার ঘরের দরজা খুলে বাথরুমে গেলে এ সুযোগে ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। আমি ঘরে প্রবেশ করে দরজা দেওয়ার পরই আমার মুখ চেপে ধরে পরনের কাপড় খোলার চেষ্টা করাসহ ধর্ষণের চেষ্টা করে। আমার ডাকচিৎকারে অন্য ঘরে থাকা মা ও পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিয়ে অবহিত করলে থানায় অভিযোগ দিতে বলে। এ কারণে শনিবার দুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here