Thursday, September 19, 2024

বালিয়াকান্দিতে কৃষি ফসলের ক্ষতির প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ভুগছে কৃষক 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষি ফসলের প্রতিবাদ করার প্রতিবাদ করায় এক কৃষক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শনিবার বিকাল ৫টায় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন সদর ইউনিয়নের চরআড়কান্দি গ্রামের মোঃ আকু শেখের ছেলে ওলিম শেখ।
লিখিত অভিযোগে বলেন, গত ২৮ আগষ্ট সকালে আমার নিজের কলা বাগানে কলার পাতা ও পেপে কেটে নষ্ট করছিল টিটু মন্ডলের ৮ বছরের শিশু কন্যা মিতুসহ ৩-৪জন শিশু। তাদেরকে হাতেনাথে ধরে ধমক দিয়ে চলে যেতে বলি। এসময় আকবর মন্ডল, আলেক মন্ডল, গফুর শেখ, জামাল শেখ পাশের ক্ষেতে উপস্থিত ছিলেন। তারাও বিষয়টি দেখেছেন। শিশুরা বাড়ী চলে যায়। পরদিন শিশু মিতুর মা কাঞ্চন বিবি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় শিশু নির্যাতনের অভিযোগ করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত পুর্বক বিষয়টি মিথ্যা বলে প্রামানিত হয়। ষড়যন্ত্রকারীরা এখানে ক্ষ্যান্ত না থেকে আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে যাচ্ছেন ঝমেলা বিবি, সেলিম মন্ডল, লিটন মন্ডল ও সুজন মন্ডল। তাদের অব্যহত হুমকি ও ষড়যন্ত্রে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহজাহান মোল্যা, দলিল উদ্দিন মন্ডল, রকিব শেখ, জাহাঙ্গীর শেখ, জামাল শেখ প্রমুখ।
এ বিষয়ে সেলিম মন্ডল মুঠোফোনে বলেন, যে অভিযোগটি করেছেন তা মিথ্যা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here