Thursday, December 26, 2024

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে বন্যা সরকার (১৭) নামে এক কলেজ ছাত্রী  আত্নহত্যা করেছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শুশান্ত সরকারের মেয়ে ও জামালপুর কলেজের এইচ,এস,সিতে অধ্যায়নরত ছিলো।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বাড়ীতে বুধবার রাতে খাবার শেষে ছোট বোনকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে বন্যা সরকার। রাত সাড়ে ১১টার দিকে ছোট বোনের ঘুম ভেঙ্গে গেলে দেখতে পায় ঘরের আড়ার সাথে ওরনা গলায় পেচিয়ে আতœহত্যা করেছে। ছোট বোনের চিৎকারে বাড়ীর লোকজনের ঘুম ভেঙ্গে যায়। দ্রুত নামালেও তার আগেই সে মারা যায়। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here