Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, মোঃ জাকির হোসেন (৩৭)। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী আহম্মদ পাটোয়ারীর ছেলে।
র‌্যাব-৮ কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাকির হোসেন(৩৭) কে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ৭৩০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here