Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে গড়াই নদীর তীরবর্তী দু,টি গ্রামের পানিবন্ধি ৩৫টি পরিবার

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত গড়াই নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কোনাগ্রাম ও জামসাপুর ২ টি গ্রামের ৩৫টি পরিবার প্লাবিত হয়েছে। চরম মানবিক বিপর্যয়ের মধ্যে গ্রামগুলো মানুষ কোনমত বেঁচে আছে। তারা বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। এতে বাড়ীর গবাদিপশু ও শিশুসহ পরিবারের সদস্যরা পড়েছে চরম বিপাকে।
বন্যা কবলিত গ্রামের মানুষের সাথে কথা বলে জানা গেছে, গড়াই নদীর চরে বসবাসরত ৩৫ টি পরিবার কয়েকদিন ধরে গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্ধি হয়ে পড়েছে। গত ৪ দিনে পানি বৃদ্ধি পাওয়ায় তারা বাড়ী ঘর ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছে। গো- খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া বিষধর সাপের ভয়েও তারা ঘুমোতে পারে না। এ পর্যন্ত সরকারী ,সেরকারী সংস্থা তাদের কোন খোঁজ নেয়নি।
কোনাগ্রামের আজিজ মহাজন বলেন,বাড়ীর উপর হাটু জল। ঘর বাড়ী ফেলে রেখে অন্যত্র রাত্রি যাপন করতে হচ্ছে। অতি কষ্টে দিন চলছে। গড়াইয়ের ভাঙ্গনে বেড়িবাঁধ বিলীন হয়েছে, বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম বলেন, গড়াই নদীর হঠাৎ করে পানি বৃদ্ধির সাথে সাথে কোনাগ্রাম ও জামসাপুর গ্রামের ৩৫টি পরিবারের বসতবাড়ীতে পানিতে থৈ থৈ করছে। বাড়ী ঘর ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করছেন। তারা কষ্টে দিনতিপাত করছে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার বলেন, ৩৫টি পরিবারের শতাধিক মানুষ গড়াই নদীর চরে বসবাস করেন। তারা বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়াও মরাবিলা এলাকায় বেড়িবাঁধ চুইয়ে পানি মাঠে প্রবেশ করছে। পানি বিপদসীমার উপরে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ৩৫টি পরিবার পানিবন্ধির বিষয়টি জানতে পেরেছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here