Monday, December 23, 2024

বালিয়াকান্দিতে চালককে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চালককে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটো নিয়ে পালিয়েছে ৩ প্রতারক। অসুস্থ অটো চালক মোঃ জাকির হোসেনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের লোকমান শেখের ছেলে।
জাকির হোসেনের খালাতো ভাই কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ২জন লোক এসে থানা স্টাফ পরিচয় দিয়ে বালিয়াকান্দি তালপট্রি থেকে জামালপুরে আসামী ধরতে যাবে বলে ব্যাটারী চালিত অটো ভাড়া করে। জামালপুর যাওয়ার পর অটোতে আরো একজন লোক ওঠে ও তাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর এলাকায় যায়। সেখানে দোকান থেকে পাউরুটি ও সেভেনআপ নিয়ে তারা খায় এবং অটো চালক জাকিরকে খাওয়ায়। সে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে অটো নিয়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আমিসহ ৩-৪জন লোক গিয়ে তাকে নিয়ে এসে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করি। সে এখন চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here