Saturday, December 28, 2024

বালিয়াকান্দিতে চেয়ারম্যান-সদস্য ও সংরক্ষিত আসনে ৩৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৩২জন, সাধারণ সদস্য পদে ২৩৮জন, সংরক্ষিত আসনে ৭১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র আহম্মদ আলী, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা, আ.লীগের মোঃ আঃ হান্নান মোল্যা, সতন্ত্র কামরুজ্জামান। সাধারণ সদস্য ৩২জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র খলিলুর রহমান খান, মোঃ আকমল হোসেন, আ.লীগের মোঃ রেজাউল করিম। সাধারণ সদস্য ২৭জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র মোঃ হাবিবুর রহমান, সালেহ মোঃ ওয়াজেদ আলী, বাদশা আলমগীর, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আ.লীগের মতিয়ার রহমান। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭জন। নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের জহুরুল ইসলাম, সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল ওহাব মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম খান, একেএম আতাউর রহমান, একেএম কবিরুজ্জামান। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২জন। বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মোঃ নায়েব আলী শেখ, সতন্ত্র কামরুজ্জামান, খন্দকার মশিউল আযম, মোঃ আলমগীর বিশ্বাস, জাফর আলী মিয়া। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য ১২জন। জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের কল্লোল কুমার বসু, সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইউসুফ বিশ্বাস। সাধারণ সদস্য ৩৪ ও সংরক্ষিত আসনে ১০জন। জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম ফরিদ হোসেন, সতন্ত্র ইউনুছ আলী সরদার, শফিকুল ইসলাম, আয়নাল হক দেওয়ান, আবুল কালাম মন্ডল। সাধারণ সদস্য ৩৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জন।
৭টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড ৬৩টি, সংরক্ষিত ওয়ার্ড ২১টি, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি, ভোট কক্ষের সংখ্যা ২৮টি। ইসলামপুর ইউনিয়নে ২৫ হাজার ২১৮ ভোটার, বহরপুর ২৭ হাজার ৬০৫ ভোটার, নবাবপুর ৩১ হাজার ৪৯৭ ভোটার, নারুয়া ২১ হাজার ১৪২ ভোটার, বালিয়াকান্দি ২৩ হাজার ৪৮ ভোটার, জঙ্গল ১৬ হাজার ৫৯৩ ভোটার, জামালপুর ২৪ হাজার ৪৮১ ভোটার।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here