Friday, December 27, 2024

বালিয়াকান্দিতে দাড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের ধাক্কা নারী শ্রমিক নিহত ঃ আহত ৩ জন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দাড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার ভোর ৫ টার দিকে বালিয়াকান্দি – রাজবাড়ী সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহনাজ আক্তার পাতারী (৩২) নামে নারী শ্রমিক নিহত হয়।

সে উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। এসময় গাংচর পদমদী গ্রামের আঃ মান্নান মন্ডলের স্ত্রী মনোয়ারা বেগম (৪৯) ও মান্নান মন্ডল ( ৬০) এবং আকবর আলীর ছেলে জহুর আলী (৪০) মারাত্মক আহত হয়।

আহতদের বালিয়াকান্দি ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর এলাকার আঃ রাজ্জাক জুট মিল লিমিটেডের শ্রমিক।

বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here