Friday, December 27, 2024

বালিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেছে।

রবিবার সকালে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মূর‌্যাল (গর্ব) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসনের উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার পক্ষে থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, অফিসার্স ক্লাব, উপজেলা ভূমি অফিসের পক্ষে মোঃ হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন ব্যাংক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারী কলেজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্যা, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, একেএম ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, মোঃ হারুন অর রশিদ হারুনসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ গুলোতে পৃথক পৃথক ভাবে শোক দিবস পালিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here