বালিয়াকান্দি সংবাদদাতা : রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর আকাশ খান (১৩) নামে কিশোর ভ্যান চালকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মাঠের পুকুর চালার নিকট থেকে লাশ উদ্ধার করে।
আকাশ খানের পিতা রাশেদুল খান বলেন, গত ১৬ জুলাই সকাল ১১ টার সময় বাড়ী থেকে চার্জার ভ্যান নিয়ে বালিয়াকান্দি বাজারে আসার কথা বলে বের হয়।তারপর আর বাড়ী ফিরে আসেনি। এ বিষয়ে গত ১৭ জুলাই বালিয়াকান্দি থানায় জিডি (সাধারণ ডায়রী-৭৩২) দায়ের করা হয়।
বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, জিডির পর পুলিশী তৎপরতায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেখানো মতে লাশ উদ্ধার করতে আমি এখনো ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাতে পারবো।