বালিয়াকান্দি প্রতিনিধি: সারা বাংলাদেশে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টিক্লিনিক,৩ টি ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৪ টি প্রতিষ্ঠান বন্ধ করে সিলগালা করেছে। একটি প্রতিষ্ঠানের মালিকের ১৫ দিনের জেল ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে। অন্যগুলা সতর্কীকরণ করেছেন ।
(২৮ মে)শনিবার সকাল থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা মুলক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহি অফিসার আম্বিয়া সুলতানা এসময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার সুমন কুমার, স্যানিটেশন ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান পনির, ও থানার এস,আই মোঃআসাদুজ্জামান রিপনসহ স্বাস্থ্য বিভাগের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।